ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইসাহক ঝিকরগাছা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সভায় অ্যাডভোকেট ইসাহক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই হচ্ছে আমাদের রাজনীতির মূল চালিকাশক্তি। তার নীতি ও দেশপ্রেমকে সামনে রেখেই আমরা আগামী দিনের রাজনীতি গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি যেভাবে আন্দোলন করে যাচ্ছে, সেই ধারাবাহিকতা আগামী নির্বাচনে আমরা ধরে রাখবো।
তিনি তার বক্তব্যে তৃণমূল পর্যায়ের সমস্যা, এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন। এ সময় তিনি ঝিকরগাছা ও চৌগাছার সার্বিক উন্নয়নে নিরপেক্ষ ও শক্তিশালী নেতৃত্ব প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট ইসাহক স্পষ্টভাবে তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।