নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোবাইল ব্যবসায়ী জনি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদি এলাকা থেকে আসামি সজীব আহমেদ অপুকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের বাসিন্দা।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রাসেল জানান, হরিণাকুন্ডু বাজারের মোবাইল ব্যবসায়ী জনির সাথে মোবাইলের পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডার জের ধরে সোমবার জনিকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় অপু।
এ ঘটনায় নিহতের ভাই ছাব্বির আহমেদের করা মামলার পর থেকেই র্যাব আসামি গ্রেফতারে অভিযানে নামে। এবং কুষ্টিয়া জেলার মনোহরদি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।