ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই প্রকল্পের ১১৪ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও কাজ করানো হচ্ছে ৫৮ জন শ্রমিক দিয়ে। এর মধ্যে নগরবাথান ঘোষ পাড়া শ্মশান ঘাটে মাটি দিয়ে রাস্তা তৈরি, অপরটি কুমড়াবাড়িয়া বটতলা ব্রিজের দক্ষিণ পাশে রাস্তা তৈরি। ৫৭ জন করে ১১৪ জন শ্রমিক দিয়ে সপ্তাহে ৫ দিন কাজ করিয়ে ৮ সপ্তাহে কাজ শেষ করার কথা। প্রকল্পটিতে মোট ব্যয় দেখান হয়েছে ১৮ লাখ টাকা।
এই কাজ ইউনিয়ন পরিষদ বাস্তনায়ন করবে আর কাজের তদারকি করবে উপজেলা প্রকল্প কর্মকর্তা। নগরবাথান ঘোষপাড়া শ্মশান ঘাটে ২৯ জন নারী পুরুষ শ্রমিক রাস্তা তৈরির কাজ করছে। তারা জানান, কয়েক দিন যাবত ২৯ জন শ্রমিক নিয়েই এখানে কাজ করানো হচ্ছে।
কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ জানান, প্রকল্পে ১১৪ জন শ্রমিক কাজ করার কথা। তবে কেন শ্রমিক কম তা আমি পিআইসির কাছ থেকে জেনে বলতে পারব। শ্রমিকদের টাকা তাদের নিজ নামে মোবাইলে যাবে। যার কারণে শ্রমিক কম নিয়ে কাজ করিয়ে লাভের কোন সুযোগ নেই।
প্রকল্পের ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী বলেন, আমি আগে ফুরসুন্ধি ইউনিয়নের দায়িত্বে ছিলাম। গণকাল জানতে পারলাম আমাকে কুমড়াবাড়িয়া ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়েছে। যে কারণে এখনো আমি প্রকল্পের কাজ দেখতে পারিনি। আজ আমার চেয়ারম্যানের সাথে কথা হয়েছে আগামীকাল আমি দেখতে যাব।
ঝিনাইদহ সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা নিউটন বাইন জানান, ওই ইউনিয়নে কতজন কাজ করছে তা আমি অফিসের তালিকা না দেখে বলতে পারব না। তিনি বলেন নিয়মের বাইরে কারো কাজ করার সুযোগ নেই।