নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। চলতি আসরেও সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৯ উইকেটে বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহকে হারিয়ে টানা নবমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে তৌহিদুর রহমানের শিষ্যরা।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাদশাহ ফয়সল। বোর্ড স্কুলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫ ওভার তিন বলে ৮৯ রানের গুটিয়ে যায় বাদশাহ ফয়সলের দলীয় ইনিংস। এর মধ্যে অতিরিক্ত হতে দলের খাতায় যোগ হয় ৪২ রান। ব্যাট হাতে বাদশাহ ফয়সল স্কুলের সজীব ইসলাম সর্বোচ্চ ২২ বলে ১০ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। এর মধ্যে দুইজন আউট হয়েছেন শূণ্য রানে।
বল হাতে শিক্ষা বোর্ড স্কুলের আরিফুজ্জামান ১২ ও কাবিদ আল সিয়াম ২২ রানে চারটি করে, নয় রান দিয়ে সানোয়ার হোসেন রনি নিয়েছেন দুই উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে কাবিদ আল সিয়ামের উইকেটটি হারিয়ে ৭ ওভার ৪ বলে জয় নিশ্চিত করে শিক্ষা বোর্ড স্কুল। সিয়াম ২৯ বলে ৫টি চার ও দুটি ছয়ে ৪২, আসাদুল্লাহ হিল গালিব ১৬ বলে ৬টি বাউন্ডারিতে অপরাজিত ৩৩ রান করেন। বল হাতে বাদশাহ ফয়সলের অয়ন হোসেন নিয়েছেন একটি উইকেট।