নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে মোট চারজনের মৃত্যু হলো। মৃত সাবু বিশ্বাস অসুস্থ হয়ে রোববার বিকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। ঢাকাতে নেওয়ার পথে যশোর শহরের মণিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌছালে রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। মৃত সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি ইমারত নির্মাণ শ্রমিক ছিলেন।
সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সাবু কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তার মুখ দিয়ে রক্ত উঠছিলো। অসুস্থতা বেশি হলে গত রোববার তাকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে সনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে রাতে ঢাকাতে নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। দুই ছেলে ও স্ত্রী রয়েছে তার।
সিভিল সার্জন যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রোববার জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথমদিন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।