নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের মাছ শিকারের সময় নৌকাসহ মাছ জব্দ করেছে বনরক্ষকীরা। বুধবার (১১ জুন) বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্মার্ট টহল টিম মাছসহ এই নৌকা আটক করেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বনরক্ষীরা সুন্দরবনের ঝাপসী টহল ফাঁড়ির আওতাধীন বয়ারশিং খালের শিসা খালে ড্রোন উড়িয়ে একটি নৌকা দেখতে পেয়ে পায়ে হেঁটে টহল করে এবং শিসা খালের শেষ প্রান্তে গিয়ে মাছসহ দুটি নৌকা এবং একটি বিষের বোতল (ব্যবহৃত) জব্দ করে। এ সময় বন রক্ষীদের উপস্থিতি টের অসাধু জেলেরা বনের গহীনে পালিয়ে যান। তবে তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী আরও জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা গত কয়েক বছরে ক্যানসারে পরিণত হয়েছে। বনের অভ্যন্তর থেকে দু’চারটা নৌকা আটক করে মনে হয় এই বদ অভ্যাস বন্ধ করা কঠিন। আমরা মনে করি দাদনদার এবং আড়তদার যারা কার্টুন-কার্টুন বিষ সাপ্লাই দিচ্ছে তাদের আড়তে থাকা মাছ ল্যাবে পাঠিয়ে তাদেরকে আইনের আওতায় না আনলে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ হবে না