নিজস্ব প্রতিবেদক :
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন যশোর জেলা দলের অল রাউন্ডার আশিকুল ইসলাম নিলয়। নিলয় পূর্বাঞ্চল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। মঙ্গলবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) চার নম্বর গ্রাউন্ডে ঢাকা এসেটের বিপক্ষে তার অফ স্পিনে পাঁচ উইকেট তুলে নেন।
নিলয়ের পাঁচ উইকেট সত্ত্বেও ২ উইকেটে হেরেছে তার দল পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল প্রথমে ব্যাট করে ৪৮ ওভার ৫ বলে ১৬৩ রান করে। জবাবে ৩ বল ও দুই উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা এসেট।
নিলয় ইনিংসের এগার ওভারে প্রথম বল হাতে নেন। প্রথম ওভারে ৮ রান দিলেও উইকেটের দেখা পান। পরের ওভারে ৩ রান দিয়ে নেন আরও এক উইকেট। দুই ওভারের প্রথম স্পেলে ১১ রান নেন ২ উইকেট। পরে আবারও ইনিংসের ৩১তম ওভারে বল করার সুযোগ পান। টানা আট ওভারের স্পেলে ১ মেডেন দিয়ে তুলে নেন আরও তিন উইকেট।