নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর :
নাশকতার একটি মামলায় যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সদস্য (মেম্বার) শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে মণিরামপুর থানার পুলিশ তাকে ঢাকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে। শরিফুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
মণিরামপুর থানার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শরিফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শরিফুল ইসলাম বলেন, ২০১৪ সালের ঢাকুরিয়া ভোটকেন্দ্র ভাংচুরের ঘটনায় একটি মামলায় আমাকে জড়ানো হয়েছে। ওই দিন আমি পেশাগত কাজে এলাকার বাইরে ছিলাম। ওই মামলায় আমি জামিনে ছিলাম। রোববার দুপুরে ওয়ারেন্টের কথা বলে পুলিশ আমাকে তুলে এনেছে।