তামান্নf স্বাভাবিক জীবন পেলে বাবা-মা’র চেয়ে প্রধানমন্ত্রী বেশি খুশি হবেন
নিজস্ব প্রতিবেদক: তামান্নার জীবন বদলে দেবার অঙ্গীকার করেছেন মানবতার মা। তিনি পৃথিবীর সর্বোচ্চ উন্নত চিকিৎসা দিয়ে তামান্নার জীবন বদলে দেবার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামান্ন স্বাভাবিক জীবন পেলে তার (প্রধানমন্ত্রী) চেয়ে বেশি খুশি কেউ হবেন না বলেও তিনি চিকিৎসকদের জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতার কারণেই দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার দুই হাত সংযোজন করতে যাচ্ছেন। এজন্য সহসা তাকে ঢাকা নেয়া হবে। দেয়া হবে রোবটিক হুইল চেয়ার। যা দিয়ে তিনি নিজে নিজে চলাফেরা করতে পারবেন।
জন্ম থেকেই দুই হাত ও এক পা নেই তামান্নার। এতে তার লেখাপড়ার পথে বড় বাধা হতে পারেনি। জেএসসি, এসএসসি ও এইচিএসসিতে তিনি জিপিএ-৫ অর্জন করে দেশবাসীর দৃষ্টিকাড়ে। নজর এড়ায়নি বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার। সরকারপ্রধান তামান্নাকে ফোন করে তার সার্বিক খোঁজখবর নেন। পাশে থাকার আশ্বাসও দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকায় নেয়া হয়। গত ৮ মার্চ ঢাকার বার্ন ইনস্টিটিউটে তামান্না নুরাকে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষা নীরিক্ষা শেষে ১১ মার্চ তার চিকিৎসায় মেডিকেল বোর্ড বসে। সেখানে বাংলাদেশ ছাড়াও জার্মান, ভারত, আমেরিকার ৩০ সদস্যের চিকিৎসক দল ৫ ঘণ্টা পর্যবেক্ষণ করেন। চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন তামান্নার দু’হাত সংযোজন করা হবে। যেহেতু এক পা দিয়ে তামান্ন লেখেন তাই যাতে পড়াশোনার কোন ব্যাঘাত না ঘটে এজন্য আপাতত পা লাগানো হচ্ছে না।
তামান্নার পিতা রওশন আলী জানান, ৩০ সদস্যের মেডিকেল বোর্ড তার মেয়ের যাবতীয় শারীরিক পরীক্ষার কাগজপত্র যাচাই বাছাই করে দুই হাত সংযোজনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, চিকিৎসা বোর্ডের প্রধান ঢাকার বার্ন ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেনের সাথে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুঠোফোনে কথা বলছিলেন তখন ওই চিকিৎকের সামনে বসেছিলেন। প্রধানমন্ত্রী পৃথিবীর সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিত সার্বিক সহযোগিতা থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন তামান্ন যদি স্বাভাবিক কাজকর্ম করতে পারে তাহলে তার বাবা-মা’র চেয়ে তিনি (প্রধানমন্ত্রী) বেশি খুশি হবেন।
মেডিকেল বোর্ডের পর ঢাকার বার্ন ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, আপাতত তামান্নার কৃত্রিম পা লাগানো যাবে না, কেননা পা লাগালে সে লিখতে পারবে না। যেকারণে দুটি হাত সংযোজন করা হবে। হাত লাগানো হলে সেই হাত দিয়ে তামান্না স্বাভাবিক কাজকর্ম করতে পারবে।
তামান্নার পিতা রওশন আলী গতকাল দৈনিক কল্যাণ দপ্তরে আসেন। তিনি বলেন, এখানো দিনক্ষণ নির্ধারণ হয়নি। তবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আরেক কন্যা শেখ রেহেনা দেশে এলে চিকিৎসা শুরু হবে বলে তাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে। তার মেয়ে যাতে কৃত্রিম হাত-পা পেয়ে নিজের কাজ করতে পারে। সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।