সাতক্ষীরা জেলা প্রতিনিধি তালায় তুচ্ছ বিষয় নিয়ে স্বাস্থ্যসহকারীকে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ ও অথবা আনছার নিযুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তালার শিবপুর গ্রামের এসএম নজরুল ইসলামের কন্যা নিগার সুলতানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৩ জুন সকালে যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার (পোলিও খাওয়ানোর) সময় সন্ত্রাসী বিল্লালসহ কয়েকজন ব্যক্তি আকস্মিক ওই কমিউনিটি ক্লিনিকে হামলা ভাংচুর এবং ওষুধ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আমার বড় ভাই এস এম কামরুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ বিল্লালকে আটক করেছে।
তিনি আরো বলেন ভবিষ্যতে পোলিও খাওয়ানোর সময় বা স্বাস্থ্য সেবার কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময় পর্যন্ত পুলিশ মোতায়েনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।