নিজস্ব প্রতিবেদক: বাইলজ অমান্য করে একই মৌসুমে দুটি লিগে অংশ গ্রহণ করছেন অসীম। মার্চে গড়ানো প্রিমিয়ার ডিভিশনের দল আব্দুস সাত্তার স্মৃতি সংসদের খেলা অসীম চলতি দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগের দল তির্ষকের হয়ে অংশ নিচ্ছেন। দুটি লিগে অংশ নেয়ার বিষয়টি এই প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন অসিম। তবে কোন দল অভিযোগ না করায় কিছুই করার নেই বলে জানিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি।
চলতি দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগে সোমবার অনুষ্ঠিত হওয়া তির্ষকের প্রথম ম্যাচে ছয় নম্বর জার্সি পরে মাঠে নামেন। এর আগে প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবলে লিগে ১০ মার্চ আব্দুস সাত্তার স্মৃতি সংসদের হয়ে ১১নং জার্সি পরে মাঠে নামেন।
আব্দুস সাত্তার স্মৃতি সংসদের সভাপতি আনিসুজ্জামান পিন্টু বলেন, মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে আমাদের দলের হয়ে অংশ গ্রহণ করেন।
দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগের বাইলজের ৬নং ধারায় খেলোয়াড় রেজিস্ট্রেশনে বলা হয়েছে এক বছরে কোন খেলোয়াড় হ্যান্ডবল লিগে যে কোন একটি বিভাগে অংশ নিতে পারবে। কোন অবস্থায় অন্য লিগে খেলতে পারবে না। যদি খেলে এবং প্রমাণিত হয় তাহলে ওই খেলোয়াড় বা দলের বিপক্ষে হ্যান্ডবল পরিষদ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
অসীম বলেন, এর আগে পিন্টু ভায়ের দলে হয়ে খেলেছিলাম। তবে কোন বিভাগ তা জানতাম না। না জেনেই তির্ষকের দলে হয়ে খেলেছি। পরে আর খেলবো না বলে জানান।
যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি বলেন, আমরা প্রথমে খসড়া খেলোয়াড় তালিকা প্রকাশ করি। তখন কেউ অভিযোগ করেনি। আবার খেলার পরও কেউ অভিযোগ করেনি। তাই আমাদের কিছু করার নেই।