ক্রীড়া প্রতিবেদক
বুধবার রাতে যশোর শহরে বৃষ্টি হয়। ২৬ মিলিমিটার বৃষ্টিতে চলমান যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের বৃহস্পতিবারের ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়। শামস্-উল-হুদা স্টেডিয়ামে আউট ফিল্ড এতটাই নাজুক যে বুধবার রাতে সেই বৃষ্টিতে শুক্রবারের ম্যাচও পুরো ৪০ ওভার সম্পন্ন করা যায়নি।
এদিন ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করতে হয় দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা ১৫ শুরু হওয়া ম্যাচ নির্ধারণ করা হয় ২৮ ওভারের। কার্টেল ওভারের ম্যাচে জয় পেয়েছে এসপিকে স্মৃতি সংসদ। তারা ছয় উইকেটে হারিয়েছে গ্রীন ডায়মন্ড ক্লাবকে।
ভেজা মাঠে টস জিতে এসপিকে স্মৃতি সংসদের অধিনায়ক টস জিতে প্রতিপক্ষ গ্রীন ডায়মন্ড ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে ২৫ ওভার পাঁচ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১১৭ রান করে গ্রীন ডায়মন্ড। পরে জবাব দিতে নেমে ২৩ ওভার তিন বল শেষে ছয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এসপিকে।
গ্রীন ডায়মন্ডের ব্যাটিং ইনিংসে সুজন ২৩ বলে দু’টি চারে ১৬, আলাউদ্দিন ইসলাম ৩১ বলে দু’টি চারে ২৫, ইয়াসির আরাফাত ১৪ বলে দু’টি চারে ১২, আল আমিন জুয়েল ৩০ বলে দু’টি চারে ১৫, মাসুদ রানা ৩৪ বলে দু’টি ছয়ে অপরাজিত ২৩ রান করেন।
বল হাতে এসপিকের রিফাতুল হক ১৮ রানে তিনটি, মেজবাউর রহমান ১৯ রানে ও মির্জা আবিদ ১৫ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। আবুল কালাম আজাদ নিয়েছেন একটি উইকেট।
এসপিকের ব্যাটিং ইনিংসে নাজমুল ৩৪ বলে দু’টি চারে ১০, আব্দুর রহমান ২৮ রানে দু’টি চার ও তিনটি ছয়ে ৩০, তন্ময় দত্ত ৩৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৩৪, ফয়সাল ৩২ বলে একটি চারে অপরাজিত ১৭ ও রিফাতুল হক ১০ বলে একটি চার ও ছয়ে অপরাজিত ১২ রান করেন।
বল হাতে গ্রীন ডায়মন্ডের লাবিব হোসেন ২৯ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আল আমিন জুয়েল ও আবু সাঈদ।