মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের কবির কাজী প্রথমবারের মতো তুরস্কের দুম্বা পালন করে সাড়া ফেলেছেন। নতুন ও ভিন্নধর্মী পশুর এ খামার দেখতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছেন তার খামারে। ইতোমধ্যে ২টি দুম্বার দাম উঠেছে ৪ লাখ টাকা।
উপজেলার আলামপুর গ্রামের ব্যতিক্রমী দুম্বার খামারে দেশি জাতের ছাগলের সাথে পালন করা হচ্ছে মরুর দেশের দুম্বা। ছোট বড় দিয়ে মোট ১৫টি দুম্বা পালন করছেন তিনি। একটি দুম্বার ওজন হয় ১০০ থেকে ১২০ কেজি পর্যন্ত হয়। পূর্ণবয়স্ক একটি দুম্বা আড়াই থেকে তিন লাখ টাকায় বিক্রি করা যায়। দুম্বা সাধারণত কাঁঠালপাতা, বুটের ভূষি, গম, ভূট্টা, বাদাম, ছোলা এবং ঘাস খেয়ে থাকে।
খামার মালিক জানান, বছর খানেক আগে ইন্টারনেটে দুম্বা বিক্রির বিজ্ঞাপন দেখে সখ মেটাতে তার প্রবাসী ছেলে ৮টি তুরস্ক জাতের দুম্বা সিলেট থেকে ১০ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে কিনে পাঠান। বছর যেতে না যেতেই বাচ্চা দেয়া শুরু করে দুম্বাগুলো। বর্তমানে তার খামারে ১৫টি দুম্বা রয়েছে।
আগামীতে আরো বড় পরিসরে খামার তৈরি করতে চান। আর খামারে উৎপাদিত দুম্বা সারাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে তার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান জানান, দুম্বার খামার করতে কোনো ঝুঁকি নেই। বাংলাদেশের পরিবেশের সঙ্গে দুম্বা ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে।