দেবহাটা( সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খান বাহাদুর আহছাউল্লাহ কলেজ ফুটবল মাঠে সখিপুর উদয়ন সংঘের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, অর্ধলা টাকার আটদলীয় ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া ইয়ং জেনারেশন ক্রিকেট একাদশকে হারিয়ে নোয়াপাড়া ইউনিয়নের নাংলা জামতলা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সখিপুর উদয়ন সংঘের সাবেক সভাপতি আবুল হোসেন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির আহ্বায়ক ফরিদ হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদ সদস্য নূর মোহাম্মদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক আবু হাসান, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুর হক (লাভলু), নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোনায়েম হোসেন প্রমুখ।