নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ও চৌগাছা ক্রীড়া সংস্থা। সোমবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট এক উইকেটে নবদিশারী ক্রীড়া চক্রকে এবং চৌগাছা ক্রীড়া সংস্থা ৮ উইকেটে অমৃতবাজার ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে। পরাজিত দু’টি দলেরও ছিল দ্বিতীয় ম্যাচ। নব দিশারী প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তবে অমৃতবাজার ইয়াং স্টার ক্লাব দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে।
দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নব দিশারী ২৩ ওভার এক বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৩৬ রান করে। পরে ব্যাট করতে নেমে ২০ ওভার এক বলে নয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইয়াং ড্রাগন।
নব দিশারীরর সাহিল ১৩ বলে একটি চারে ১০, রাহুল ১৯ বলে দু’টি চার ও একটি ছয়ে ২০, লাবিব ৩৬ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩১ ও রিফাত ১৫ বলে একটি চার ও দু’টি ছয়ে ১৮ রান করেন। বল হাতে ইয়াং ড্রাগনের মাহফুজ ২৪ রানে তিনটি, প্রান্ত ৪১ রানে ও মেহেদী হাসান ১৫ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জুয়েল ও রিমন।
ইয়াং ড্রাগনের ব্যাটিং ইনিংসে মাহি ২১ বলে তিনটি চারে ১৭, দিপু ২১ বলে তিনটি চার ও একটি ছয়ে ২৭, মেহেদী হাসান ১০ বলে একটি চার ও ছয়ে ১১, মাহফুজ ১৮ বলে একটি ছয়ে ১১, নিপু ৩১ বলে দু’টি চার ও তিনটি ছয়ে ৩৪ ও লিমন সাত বলে একটি চার ও দু’টি ছয়ে অপরাজিত ১৭ রান করেন। বল হাতে নব দিশারীর রিফাত ৩৫ রানে চারটি, ফাহাদ সাত রানে তিনটি এবং একটি উইকেট নিয়েছেন লাবিব।
একইস্থানে দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২৫ ওভারের এ ম্যাচে অমৃতবাজার ২১ ওভার এক বলে সব ক’টি উইকেট হারিয়ে ৮৯ রান করে। পরে জবাব দিতে নেমে ১০ ওভার এক বলে আট উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চৌগাছা ক্রীড়া সংস্থা।
অমৃতবাজারের গালিব ৩৯ বলে তিনটি চারে ৩০ ও সাদিক ২১ বলে দু’টি চারে ১২ রান করেন। দলের বাকি ব্যাটাররা কেউ পারেননি দু’অঙ্কের ঘরে যেতে। বল হাতে চৌগাছার রাসেল পাঁচ ও সাকিব চার রান খরচায় নিয়েছেন তিনটি করে উইকেট। নাঈম ১৫ ও রাহুল ৩২ রানে নিয়েছেন দু’টি করে উইকেট।
চৌগাছার ব্যাটিং ইনিংসে রাহুল ১৩ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৬, শান্ত ২১ বলে পাঁচটি চার ও একটি ছয়ে অপরাজিত ৩২ ও সোহান ১৯ বলে দু’টি চারে অপরাজিত ১৭ রান করেন। বল হাতে অমৃত বাজারের শান্ত নিয়েছেন ২৯ রানে দু’টি উইকেট।