নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায়, জনপদে-জনপদে ছুটে চলেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। সেই ধারাবাহিকতায় সোমবার তিনি শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বারোপোতা বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি জনগণের হাতে তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট। যা তিনি অভিহিত করেন বাংলাদেশ পুনর্গঠনের নতুন দিক নির্দেশনা হিসেবে।
এর আগে তিনি এলাকার এক অসুস্থ বিএনপি নেতার বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী এবং তারেক রহমানের দিকনির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।
নারীদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন, আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা হচ্ছেন জাতির শক্তির প্রতীক। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে নারীর ভূমিকা ছিল অনন্য। আজও আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। আগামী দিনের বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ- যেখানে নারী শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে; যেখানে প্রতিটি নারী নিজের স্বপ্ন পূরণের সমান অধিকার পাবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম। বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলার সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বদি, ছাত্রদলের বিপ্লব হোসেন প্রমুখ।
উঠান বৈঠক ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা ইসরাফিল হোসেন, মিজানুর রহমান, ইয়ার আলী, অলিয়ার রহমান, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু প্রমুখ।
