নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার আড়পাড়া মৌজায় দুইজনের ৬৯শতক জমি একই এলাকার মন্টু হাওলাদার ও রিপন বিশ্বাস দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, কিসমত নওয়াপাড়ার এজাহার বিশ্বাসের ছেলে মোমিন বিশ্বাসের পৈত্রিক সূত্রে পাওয়া আড়পাড়া মৌজায় ৫৫ শতক ও একই মৌজায় আব্বাস উদ্দিনের ১৪ শতক জমি মন্টু হওলাদার ও রিপন বিশ্বাসসহ এলাকার প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় জোরপুর্বক পিলার পুতে ও বায়নাসূত্রে মালিক বলে দাবি করে জমিতে তিনটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। কিন্তু এই জমির ‘প্রকৃত মালিকরা’ কেউই তাদের কাছ থেকে জমি বিক্রি বাবদ কোন প্রকার বায়নার টাকা গ্রহণ করেনি বলে দাবি করছে। তাহলে তারা কার কাছ জমি কেনার জন্য বায়না করেছে এবং তারা কিভাবে বায়নাসূত্রে মালিক হলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয় মুঠোফোনে মন্টু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সব বিষয় ফোনে কথা না বলে উভয় পক্ষ নিজ নিজ কাগজপত্র নিয়ে এক জায়গার বসাবসি করলে জানা যাবে। জমির প্রকৃত মলিক কে বা কারা আমরা কিভাবে বায়নাসূত্রে মালিক হয়েছি সেটা জানা যাবে। কাগজপত্র দেখাশোনার মাধ্যমে যদি তারাই জমির প্রকৃত মালিক হয় তাহলে আমরা জমি ছেড়ে দেব। বর্তমানে কাগজপত্র না থাকলে জোর করে তো কারো জমি ধরে রাখা যায় না এটা সবাই জানেন। এব্যাপারে মুঠোফোনে রিপন বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে আব্বাস উদ্দিন বিদেশে থাকায় তার স্ত্রী বিউটি খাতুন জমি রক্ষা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য গত ৪ আগস্ট যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বিউটি বেগম জানান, মামলা করার খবর পেয়ে মন্টু ও তার লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।