নিজস্ব প্রতিবেদক
পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের উদ্যোগে শনিবার ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ছানিজনিত নিরাময়যোগ্য অন্ধত্ব নিবারণে সুবিধাবঞ্চিত ৪৩৩ জন রোগীর চোখ পরীক্ষা করেন পিকেএস এর মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা।
চোখ পরীক্ষা করে রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ১০২ জন ছানি রোগী চিহ্নিত করা হয়। যাদের পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে চোখে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। অনুষ্ঠানে যশোরের স্বনামধন্য ডাক্তার মো. আজাদ, ডা. রবিউল ইসলামসহ পিকেএসর ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।