নড়াইল প্রতিনিধি: নড়াইলে গরু চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে গণপিটুনিতে চোর চক্রের দুই সদস্য নিহত হয়েছে। সোমবার ভোরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর কাড়ার বিল থেকে নিহত দুই চোরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রোববার দিনগত রাত ৩টার দিকে কলোড়া ইউনিয়নের বীরগ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে ৬/৭ জনের চোরচক্রের সদস্য গরু চুরি করতে যায়। এ সময় একটি বাছুরের ডাকাডাকিতে মালিক রেবো ও তার স্ত্রী চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে।
তখন চোরেরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়ায় চোরেরা বীরগ্রামের উত্তর পাশের বিলে নেমে পড়ে। গ্রামবাসী নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের উজিরপুর পল্লীবিদ্যুত উপকেন্দ্রের পূর্বপাশ থেকে একজনকে এবং কিছুটা দূরের সরিষা ক্ষেতের মধ্য থেকে আরও এক চোরকে ধরে গণধোলাই দেয় গ্রামবাসী। এতে ওই দুই চোরের মৃত্যু হয় বলে দাবি এলাকাবাসীর।
নিহত একজনের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম আসাদুল শেখ। পিতা গফুর শেখ ও মা আরোফা বেগম। তিনি বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া বারুইডাঙ্গার গ্রামের বাসিন্দা। পিবিআই যশোরের সদস্যরা তার পরিচয় উদ্ধারে চেষ্টা করছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। চুরি প্রতিরোধে এলাকাবাসী নিজ এদ্যাগে পাহারার ব্যবস্থাও করেছে।