নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের একজন সদস্য শ্রমিক ইউনিয়নের চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ভওয়াখালী গ্রামের খোকন মোল্লা ওরফে ভাংড়ি খোকনসহ সাকিব নামের দুজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের চাঁদা তোলা নিয়ে জেলা প্রশাসনের সাথে বিরোধ চলে আসছিল। জেলা প্রশাসন থেকে কয়েক দফা আল্টিমেটাম দেয়া হয় সড়ক থেকে গাড়ি থামিয়ে কোন চাঁদা আদায় করা যাবে না। নির্দিষ্ট স্থান নতুন টার্মিনালের ভেতর থেকে টাকা আদায় করতে হবে।
এ অবস্থায় বাস শ্রমিক ইউনিয়নের কর্তৃপক্ষ প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায় গাড়ি ঠেকিয়ে চাঁদা আদায় করার সময় পুলিশ ওই দুইজনকে আটক করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার খোকন ও সাকিবের মুক্তির দাবিতে নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের নির্দেশে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি বিপ্লব বিশ্বাস বিলোর বলেন, আমরা সকল নিয়ম কানুন মেনে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন করেই শ্রমিকদের ভাতা ও চিকিৎসা সহযোগিতার জন্য চাঁদা নিচ্ছি।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক বলেন, এখানে আমাদের কোন দোষ নেই। জেলা প্রশাসন তাদের খামখেয়ালিপনায় চাঁদাবাজির অভিযোগ এনে শ্রমিকদের আটক করেছে। তাই আমরা শ্রমিক ইউনিয়নের সাথে একমত পোষণ করে মুক্তির দাবিতে গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।