নড়াইল প্রতিনিধি
নড়াইলে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর থানা ও পৌর কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল। সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ।
এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সদস সদস্য মাশরাফি বিন মুর্তজা, সম্মানিত অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হক (সাচ্চু) ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান (বাবু)। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নিজামউদ্দিন খান (নিলু), পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, ভিপি শাহজালাল মুকুলসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ,শ্রমিকলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে সকলের তথ্য পাথ্য যাচাই বাছাই এবং সকলের মতামত নিয়ে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম মিশাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান নান্নুকে ঘোষণা করা হয়। এবং পৌর কমিটিতে মোহাম্মদ ফিরোজ শেখ সভাপতি এবং চৌধুরী নাহিদ ইকবাল পায়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।