নড়াইল প্রতিনিধি: ‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে একটু হাসি ফাউন্ডেশনের আয়োজনে ১৬ দলীয় সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২।
সোমবার সকাল ৯ টায় ঐতিহ্যবাহী সেখ রাসেল মিনি স্টেডিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক অনিক ইমামের সভাপতিত্বে এবং নুরুজ্জামান সুমন ও সবুজ হোসেনের সার্বিক সঞ্চালনায় খেলার কার্যক্রম শুরু হয়।
টুর্নামেন্টে যশোর, খুলনা, গোপালগঞ্জের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। একটু হাসি ফাউন্ডেশনের এডমিন আবিদুর রহমান, মডারেটর মারজান মাহমুদ, মাকরুম বিশ্বাস, হাসিব মোল্লা ,আছিয়া খানম,ফারিহা খানম, রিপন আহম্মেদ, নাঈম হোসেন, পল্লব বিশ্বাস, নয়ন খানসহ আরো অনেক সেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতা বর্তমান যুবসমাজকে মাদক সন্ত্রাস মুক্ত রাখতে এ খেলার আয়োজন করা হয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছেন হিদিয়া সেভেন স্টার টিম, রানার্স আপ হয়েছেন নড়াইল জেলা ব্লাড ব্যাংক। ম্যান অফ দা ম্যাচ হয়েছেন মাহমুদুল হাসান।
আরও পড়ুন: নিজেদের শুরুর ম্যাচে মাঠে নামছে জার্মানি ও ক্রোয়েশিয়া