নিজস্ব প্রতিবেদক
যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের আয়োজনে পরিবেশিত হয়েছে নাটক ‘বরণ’। শুক্রবার সন্ধ্যায় ইনস্টিটিউট বি-সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে পরিবেশিত এই নাটকে মূলত নাট্যকলার দৈনন্দিন চিত্রই তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে নাট্যকলার পক্ষে বরণ করে নিতেই ব্যতিক্রমী এই নাটক।
প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সদস্যরা। দর্শকে পূর্ণ ছিলো গ্যালারি।
চঞ্চল কুমার সরকার নির্দেশিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে এস এম আব্দুর রব, তপন সাহা, লাল চৌধুরী শঙ্কু, শফিকুল আলম পারভেজ, শাহরিয়াজ বিশ্বাস সোহাগ, রাকিব-উদ-দৌলা শুভ, শাহিন ইসলাম বিশাল, মিলন শেখ আপন, রহিম বাদশা, আনিসুজ্জামান পিন্টু, আব্দুর রহমান কিনা, চঞ্চল কুমার সরকার, নাজনীন আক্তার লাকি, আলিকা সুলতানা লিটা। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান টুকুন। নাটক শেষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমেই ইনস্টিটিউটের সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রতিষ্ঠানটির কার্যকরী কমিটির পরিচিতি তুলে ধরা হয়।