খুলনা প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব দাবি আদায়ে আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার সারা দেশব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দাবিতে নগরীর কেসিসি মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।
বেলা ২টায় সমাবেশ শুরু কথা থাকলেও বেলা ১১টার দিকে জাসাদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠাকিতা শুরু হয়। এখানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ১০ জেলার নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কর্মসূচিতে জনসমর্থন দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের জন্য একের পর এক পাল্টা কর্মসূচি দিয়ে আসছে। সারা দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তেল, গ্যাস, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। এই দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
