নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নিজ নির্বাচনী এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের সকল নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত করেছেন।
একই সঙ্গে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অব্যাহত রাখার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন। অনিন্দ্য ইসলাম অমিত এ-সংক্রান্ত একটি বিবৃতি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।
