নিজস্ব প্রতিবেদক: শিশু কিশোর শিল্পচর্চা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মনিকা একাডেমি নড়াইলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শহরের ডিজিটাল কম্পিউটার একাডেমি হল রুমে পাঁচ দিনব্যাপী মনিকা উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুরাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন এলএসজেএন ইউনিয়ন ইনিস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান প্রশিক্ষক মাজহারুল হক, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের মহাসচিব ও মনিকা একাডেমির সঙ্গীত শিক্ষক কবি আশামণি, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, ডিজিটাল কম্পিউটার সিটি এন্ড একাডেমির পরিচালক আবু সালেহ মো. স্বজল, উদীয়মান লেখিকা রাবেয়া বসরী তন্দ্রা প্রমুখ।
গত ১৩ জুন শুরু হয় পাঁচদিন ব্যাপী শিল্প ও সাহিত্যের দেয়ালিকা মনিকার আলোর প্রদর্শনী। দেয়ালিকায় স্থান পায় মনিকা একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি ও সাহিত্য মনিকার সদস্যদের স্বরচিত কবিতা। মনিকা উৎসবের সমাপনী দিনে দেওয়ালিকায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দনপত্র ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির প্রশিক্ষক মৌমিতা মৌ।