নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর বগুড়া গ্রামের চেক জালিয়াতি ও প্রতারক চক্রের সদস্য একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মাসুদুর রহমান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলা বাশগ্রাম ইউনিয়নের বগুড়া গ্রামের বাসিন্দা।
বাদী নাহিদের অভিযোগ, মাসুদুর রহমান সোহাগ দীর্ঘদিন যশোরের এমআরএম প্রডাক্টস এন্ড কেমিক্যাল ওয়ার্কস কোম্পানির কখনও ম্যানেজার কখনও মালিক বেশে যশোরের পুরাতন কসবা শহীদ মশিউর রহমান সড়কের মনিরুজ্জামান ভবন ভাড়া থাকা অবস্থায় তার মামলা দেয়া হয়। তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।অভিযুক্ত আসামি মাসুদুর রহমান সোহাগের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে মাসুদুর রহমান সোহাগ বিভিন্ন ভাবে প্রতারনা করে চেক জালিয়াতি করে ভুয়া কোম্পানির চাকরি দেওয়ার কথা বলে, সাধারণ মানুষের কাছথেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তাই এলাকার সাধারণ মানুষের দাবি জালিয়াতি চক্রের প্রধান মসুদুর রহমান সোহাগের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।