নড়াইল প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন নড়াইলের বীর মুক্তিযুদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ি নড়াইল পৌর এলাকার আলাদাৎপুর গ্রামে করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নার মৃত্যুতে জানাজায় সমবেদনা জানাতে বিভিন্ন রাজনীতিবীদ সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করে। এর আগে তাকে রাষ্ট্রিয়ভাবে গার্ড অব অনার দেয়া হয়।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, পৌর যুবলীগের সাধারণ সাজ্জাদ হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া প্রমুখ।