নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভাড়াটিয়া কর্তৃক হলি চাইল্ড প্রিক্যাডেট স্কুলের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে প্রতিষ্ঠানটির ভবন মালিক সৌদি প্রবাসী ওবায়দুর রহমান (ইতি) বাইরে থাকার সুযোগে তারই নিজের করা ভবনের সামনে ছোট্ট একটি দোকান ঘর করে নাম মাত্র ভাড়া দেন সেকেন্দার বিশ্বাস (৪৮) ও তার স্ত্রী রেবেকা খাতুন।
এদিকে কয়েকমাস আগে ভবনটি ভাড়া নেন হলি চাইল্ড প্রিক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আসলাম। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সামনের চায়ের দোকানের আবর্জনার কারণে কোমলমতি শিশুদের পড়ালেখার ক্ষতি হওয়ায় ভবন মালিকের স্ত্রী ও এক নিকটাত্মীয় সেকেন্দার বিশ্বাসকে দোকান ছেড়ে দিতে বললে ওই চা দোকানী দোকান ছাড়বে না বলে জানায়।
বিষয়টি নড়াইলের পুলিশ সুপারকে জানালে তিনি সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এদিকে, গত ৭ ফেব্রুয়ারি ওই চা দোকানের চুলা ভেঙে পরিস্কার করতে গেলে ভবন মালিকের স্ত্রী, বোন ও বোনের স্বামীর উপর চড়াও হয় সেকেন্দার দম্পতি। এ সময় তারা তাদেরকে খুন জখমের হুমকি দেয়।
পরে পুলিশের এএসআই কাওসার আহাম্মেদ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।