নিজস্ব প্রতিবেদক
যশোরে এডিটের মাধ্যমে পর্ণ ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে ব্লাকমেইলের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এক লাখ ২০ হাজার টাকা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগে বুধবার মধ্যরাতে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের এক ব্যক্তি অজ্ঞাত আসামি করে এ মামলা করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৬ মার্চ সন্ধায় ‘উম্মি আইমা’ নামের একটি ফেসবুক একাউন্ট থেকে তার স্ত্রী, ছোট বোন ও ছোট ভাইয়ের স্ত্রীর ছবি দিয়ে এডিট করে পর্ন ছবি ও ভিডিও বানিয়ে তার আত্মীয়দের কাছে ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠানো হয়। একই আইডি থেকে তাকে ওইসব ছবি ও ভিডিও পাঠিয়ে একলাখ ২০ হাজার টাকা দাবি করা হয়।
টাকা দিতে অস্বীকার করায় ওইসব ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। তিনি দাবি করেন, ওই আইডির মালিক যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
