নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার পিকেএস ভবন যশোরের হলরুমে দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় ৭টি এনজিও প্রতিনিধি, পিকেএসর এর কর্মকর্তা, স্টাফদের সাথে সমন্বয় সভা ও প্রাথমিক চক্ষু পরীক্ষার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পিকেএস এর রেফারেল বেজড চক্ষু স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও প্রসারিত করার লক্ষ্যে অল্টারনেটিভ পার্টনার হিসেবে এনজিও জয়তী সোসাইটি, ধারা, বাঁচতে শেখা, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, আশরাফ ফাউন্ডেশন, বারীনগর সংস্থা, এফপিএবি সংস্থা থেকে সর্বমোট ১৪ জন প্রতিনিধি যোগদান করেন। দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশ টিমের ফিন্যান্স ম্যানেজার খান মোহাম্মদ আলিফ, প্রজেক্ট অফিসার আজমিরা বিনতে জামান এবং পিকেএস এর পক্ষ থেকে কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহ-সভাপতি এ্যাডভোকেট জাফর সাদিক, সহ-সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও কোষাধ্যক্ষ খোন্দকার মাহফুজুল হক ফারুক উপস্থিত ছিলেন।
প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবার উপর ট্রেনিং প্রদান করেন পিকেএস এর মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন এমআইএস শাহিন হোসেন।