নিজস্ব প্রতিবেদক: নতুন বছর উপলক্ষে গতকাল শনিবার পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) খুলনার মানিকতলা শাখা আয়োজন করে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের।
এ ক্যাম্পে গরীব রোগীদের বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
ডা. আতাউর রহমানের তত্ত্বাবধানে দৌলতপুর, দেয়ানা, মধ্যপাড়া ক্যাম্পে মোট ১১৫ জন রোগী দেখা হয়। এবং ১৮ জন চোখের চানি রোগী বাছাই করা হয়। এছাড়া ক্যাম্প থেকে ১০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।