নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সুন্দর পৃথিবী আমিও দেখতে চাই, নিয়মিত চক্ষু পরীক্ষা করুন’ এই স্লোগানে চক্ষু ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিকেএস যশোরের উদ্যোগে বিনামূল্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোট ১৭৬ জন রোগীকে সেবা দেওয়া হয়। এর মাঝে ৯৮ রোগীর মাঝে চশমা বিতরণ করা হয়। এছাড়া থ্যালাসেমিয়া রোগীদের রক্ত প্রদান করা হয়। রোগী দেখেন ডাক্তার লুৎফুন নাহার ইমা।
পিকেএস যশোরের সহ-সভাপতি অ্যাড. এ এস এম জাফর সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে এদেশের অনেক যোদ্ধা পাকিস্তানি হানাদারদের হাতে জীবন দিয়েছে। এছাড়াও জীবন দিয়েছে বুদ্ধিজীবী সাংবাদিকসহ বহু জ্ঞানীগুণী বাংলার যুবকেরা। আর তাদের আত্মত্যাগের প্রতিদানে বাঙালি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। তাই আজ আমরা স্বাধীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পিকেএস যশোরের সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, কোষাধ্যক্ষ খন্দকার মাহফুজুল হক ফারুক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, সদস্য হাতিয়ার রসুল প্রমুখ।