নিজস্ব প্রতিবেদক
পিকেএস-পরিবার কল্যাণ সমিতি যশোরের স্বাস্থ্যসেবা ও চক্ষু হাসপাতালের সম্মিলিত শিলান্যাস করা হয়েছে। সোমবার যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় পিকেএস’র নিজস্ব জমিতে সমিতির সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের নেতৃত্বে সম্মিলিত শিলান্যাস করেন সহ-সভাপতি এসএম জাফর সাদিক, আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, কোষাধ্যক্ষ গোলাম ফারুক, সদস্য মাহবুবুর রহমান, ডা. নাসিম রেজা, আতিয়ার রসুল ও মিসেস নাহিদ হাসান। এসময় পিকেএস এর ডাক্তার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করে দোয়া করা হয়।