সংবাদ বিজ্ঞপ্তি
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণে রোববার যশোরে গণশুনানি অনুষ্ঠিত হয়। যশোরের গ্রান্ড দরবার মিলনায়তনে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মান উন্নয়নে ওয়েব ফাউন্ডেশন তৃণমূলের সামাজিক নিরীক্ষা কর্মসূচির ফলাফলের উপর এ গণশুনানির আয়োজন করে।
ওয়েব ফাউন্ডেশন যশোর জেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গণশুনানি ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন যশোরের সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অসিত কুমার সাহা, মহিলা ও শিশু বিষায়ক অধিদপ্তরের উপ পরিচালক আশিকুর রহমান, জেলা শিক্ষা সমন্বয়ক শাকিরুল ইসলাম ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রেহেনেওয়াজ। গণশুনানিতে সাংবাদিক ও সমাজকর্মীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।