নিজস্ব প্রতিবেদক
সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ যশোরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রায় দুই ঘণ্টার অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি আর নাটক। সুরের ছন্দে অনুষ্ঠানের সন্ধ্যা হয়ে ওঠে স্বর্ণালী। ভালোবাসায় আর ভালোলাগায় মিলনায়তন পূর্ণদর্শক উপভোগ করেছে সংগঠনটির পরিবেশনা।
অনুষ্ঠানে গতানুগতিক আলোচনা সভা না থাকলেও শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্নালাল দে।
সন্ধ্যার ঠিক ৫টা ১৫ তে পুনশ্চ’র কিশোর বিভাগের শিক্ষার্থী শিল্পীদের পরপর দুটি সম্মেলক গান ‘কি দুরন্ত বাজাও এবং বাজেরে বিনা বাজ’ পরিবেশিত হয়। তারপরে আবৃত্তি বিভাগের এক ঝাক খুদে আবৃত্তি শিল্পী পরিবেশন করে আবৃত্তি। এভাবেই একের এক পরিবেশনায় বাজে রাত আটটা। অনুষ্ঠানের সব টাতেই ছিল নজরুল। দ্বৈতসঙ্গীত, একক সংগীত, সমবেত সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক সবই ছিল চমৎকার পরিবেশনা। কবির জাগরনের গান, দেশপ্রেমের গান অন্ধ প্রাণেও যেন বজ্র তুলে।
ছোট বড় সব মিলিয়ে শতাধিক শিল্পী অংশ নেয় গোটা অনুষ্ঠানে। সবশেষে কবি কাজী নজরুল ইসলামের লেখা বিলাতি ঘোড়ার বাচ্চা গল্প অবলম্বনে মজার নাটক ‘ঘোড়া কা-’ পরিবেশিত হয়। নাটকটি নাট্যরূপ এবং নির্দেশনা ছিলেন অভিজিৎ পাল।