নিজস্ব প্রতিবেদক
যশোরে যুবলীগ নেতার নেতৃত্বে একটি সরকারি অফিসের কর্মচারিকে মারপিট ও নারী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। আজ রোববার বিকাল ৩ টার দিকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ যুবলীগনেতা ও তার তিন সহযোগীকে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে আটক করে। আটককৃতরা হলেন যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও একাধিক মামলার আসামি মেহবুব ম্যানসেল, শহরের শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন ওপরে ভাইপো রাকিব, অনিক হাসান ,মেহেদী হাসান, মীর সাদী। তাদের বাড়ি শহরের ষষ্ঠীতলা এলাকায়। এদিকে এই ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন চারজনকে আসামি করে মামলা করেছেন। এদিন পুলিশ তাদের আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট বিচারক পলাশ কুমার দালাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ মামলা রয়েছে।
যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. বাপ্পি শেখর জানান, আজ রোববার দুপুর ১টার দিকে ম্যানসেল নামে একজন তাদের কেন্দ্রের চিকিৎসা নিতে এসেছিলেন। রেজিস্ট্রেশন করার পর তাকে কিছু ব্যায়াম দেখানো হয়। ব্যায়ামের পর একটি মেশিনে তার থেরাপি নেওয়ার কথা। প্রতিষ্ঠানের কর্মী আল আমিন ওই মেশিনটি প্রস্তুত করে দেন। এ সময় অফিসের প্রধান কর্মকর্তা মুনা আফরিন আল আমিনকে ডাক দিলে তিনি মেশিনটি চালু না করে দিয়েই চলে যান। এরপর ম্যানসেল ও তার সাথে থাকা লোকজন আল আমিনকে ডেকে মারপিট করেন। চিৎকার শুনে মুনা আফরিন নিচে নেমে এলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেয় ম্যানসেলের লোকজন। অবশ্য পরে তারা মোবাইল ফোনটি ফিরিয়ে দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, আমরা চাকরি জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। অফিসে কর্মরত অবস্থায় এভাবে লাঞ্ছিত হবো কখনো ভাবতে পারেনি। যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শফিকুল আলম বলেন, সরকারি অফিসে ঢুকে কাজে বাধা দেওয়া, কর্মকর্তাকে শ্লীলতাহানি, কর্মচারীতে মারপিট ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে নিলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।
সর্বশেষ
- যশোরসহ আরও ১৪ জেলায় নতুন ডিসি
- কর্মসংস্থান ও মাদকমুক্ত শার্শা গড়ার প্রত্যয় মফিকুল হাসান তৃপ্তির
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেশবপুরকে হারিয়ে সেমিতে চৌগাছা
- যশোরে বাসে আগুন : বিপুল, টাকমিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
- যশোরে উৎসবমুখর পরিবেশে ‘লিটন ট্রেডিং’র শো-রুম উদ্বোধন
- পোস্টার নিষিদ্ধ, এখনই সরাতে দলগুলোকে কঠোর হুঁশিয়ারি সিইসির
- সংসদ নির্বাচনের দিনই গণভোট : প্রধান উপদেষ্টা
- যশোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস আটক

১ Comment
এটা একটা জঘন্য অপরাধ। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।