নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১৬৬ রানে পরাজিত করে পাইওনিয়ার ক্রীড়া চক্রকে।
মূলত যশোর জেলা দলের অধিনায়ক মোস্তাফিজুর রহমান বাশারের কাছেই হেরেছে পাইওনিয়ার ক্রীড়া চক্র। বাশার প্রথমে ব্যাট হাতে করেছেন ১১০ রান। পরে বল হাতে তুলে নেন ৩ উইকেট।
উদ্বোধনী অনুষ্ঠান বিলম্বের জন্য ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে ৩ বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে ২৭৩ রানের দলীয় ইনিংস গড়ে। পরে জবাব দিতে নেমে ৩৫ ওভার পাঁচ বলে ১০৭ রানে গুটিয়ে যায় পাইওনিয়ার ক্রীড়া চক্র। বাশার একার রান থেকে ৩ রান কম করেছে পাইনিয়ার ক্রীড়া চক্র।
৬৫ বলে সেঞ্চুরি তুলে নেয়া বাশার শেষ পর্যন্ত ৭২ বল খেলে ১০টি চার ও পাঁচটি ওভার ১১০ করেন। এছাড়া প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে মুকুল ৩০ বলে পাঁচটি চার ও একটি ছয়ে ৩৮, নিপুন ৩৩ বলে দু’টি চারে ১৯, সজিব ২৫ বলে একটি চার ও ছয়ে ১৫, বাশার ৭২ বলে ১০টি চার ও পাঁচটি ছয়ে ১১০, রানা ৬১ বলে পাঁচটি চারে ৩০ ও হিরা ১০ বলে দু’টি চারে ১৩ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২১ রান।
বল হাতে পাইওনিয়ার ক্রীড়া চক্রের আরমান হোসেন আসিফ তিনটি, সাইফুল ইসলাম ও মারুফ হোসেন দু’টি করে এবং একটি উইকেট নেন সানোয়ার রনি।
পাইওনিয়ারের ব্যাটিং ইনিংসে রাকিব হাসান রিফাত ২৯ বলে দু’টি চারে ১০, আল আমিন খা ছয় বলে তিনটি চারে ১৩, নাসিম উদ্দিন ৫৬ বলে দু’টি চার ও তিনটি ছয়ে ৩৫ ও তায়েফ বিন নুর ৫০ বলে একটি চারে ১১ রান করেন। দলের বাকি ব্যাটাররা কেউ পারেননি দু’অঙ্কের ঘরে যেতে। শূণ্য রানে আউট হয়েছেন সানোয়ার হোসেন রনি ও আরমান হোসেন আসিফ।
বল হাতে প্রদিপ্ত পথ ক্রিকেটের শুভ ও বাশার তিনটি করে, রানা দু’টি ও একটি করে উইকেট নিয়েছেন অপু ও হিরা।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সফিউর রহমান মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, প্রথম বিভাগ ক্রিকেট পরিষদের সম্পাদক খায়েরুজ্জামান বাবু।