নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর
যশোরের মনিরামপুরে মোবাইল ব্যাংকিং কোম্পানি ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে মনিরামপুর অফিসের উদ্দেশে রওনা হন। রাজারহাট-চুকনগর মহাসড়কের জামতলা দোনার নামক জায়গায় পৌঁছালে পেছন থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী প্রাইভেটকারের গতিরোধ করে। তারপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যশোরের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরাজুল ইসলাম ও জবেদা খাতুন জানান, মাঠে কাজ করার সময় তারা হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙা এবং পাশে দুজন দাঁড়িয়ে আছেন। টুকু নামের অপর এক মাঠ শ্রমিকের বরাত দিয়ে তারা জানান, ব্যাগ নিয়ে দুই মোটরসাইকেলে কয়েকজনকে যশোরের দিকে পালিয়ে যেতে দেখেছেন।
নগদের সুপার ভাইজার (মনিরামপুর অফিস) আবু সাঈদ টাকা ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে তার ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানান।
প্রাইভেটকারচালক সাজু হোসেন বলেন, পেছন থেকে দুই মোটরসাইকেল প্রাইভেটকারের সামনে পড়লে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে গ্লাস ভেঙে তাদের মারধর শুরু করে। এরমধ্যে ব্যাগ নিয়ে যশোরের দিকে চলে যায় দুর্বৃত্তরা।
মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খাঁন জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান।