নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোরের আরএন রোডের ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার সকালে আরএন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নলডাঙ্গা জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক লিটন, জেলা মৎস্য হ্যাচারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, জেলা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আব্দুল্লাহ, ইনকিলাব-এ-মাহাদী মিশনের পরিচালক ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম, ইমামবাড়ী দরবার শরীফের খাদেম শাহাবাজ আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবতার দুশমন অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের নিরস্ত্র শিশু ও নারীদের উপর দশকের পর দশক ধরে গণহত্যা করে যাচ্ছে। পাথর নিক্ষেপ করলে ইসরাইল জবাবে গুলি ছুড়ছে। ফিলিস্তিনিরা ইসরাইল সামরিক স্থাপনায় রকেট ছুড়লে তাদের বিমানবাহিনী ফিলিস্তিনি বস্তিগুলোর উপর নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, ইসরাইল রাষ্ট্র ইয়াহুদীদের কবল হতে মুসলিম জাতির প্রথম কেবলা মসজিদুল আকসাকে মুক্ত করতে হবে। এই জন্য মুসলিম দেশগুলোকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেন দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু, ব্যবসায়ী শেখ ইব্রাহিম হোসেন, জাকির হোসেন, তৌহিদ হোসেন প্রমুখ।