নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গরীব মেধাবী ১৩ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করেছে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবীর তুহিন। রবিবার সকালে তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। অনুষ্ঠানে চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ওসমান গণি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজু আহমেদ, শানজিদা আক্তার, মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম ছারোয়ার। আরও উপস্থিত ছিলেন নূর ইসলাম, হায়দার আলী, রাজু আহম্মেদ, মাসুদুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেহিত কুমার নাথ বলেন, নতুন বাই সাইকেল পাওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয় মুখী ও পড়াশোনায় আগ্রহী হবে।
অনুষ্ঠানের আয়োজক চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান হয়েছে। তিনি আরো জানান, নতুন বাইসাইকেল পাওয়ায় দূরের শিক্ষার্থীরা বিদ্যালয় মুখী হবে ও তাদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে।