তালা প্রতিনিধি: জমি দখলের জন্য তালার বাউখোলা গ্রামে ভ্যানচালক আয়ুব আলীর বসত বাড়ির চারপাশ কাটা ও বাঁশ দিয়ে ঘিরে রেখেছে তার শ্যালকরা। এর ফলে নিজ বাড়িতে ঢুকতে না পেরে অসহায় আয়ুব আলী ও তার পরিবার প্রায় দেড় মাস পথে পথে ঘুরে মানবেতর জীবন-যাপন করছে।
অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতার উস্কানীতে বর্বর নুরুজ্জামান এবং মনিরুজ্জামান গং ভুক্তভোগী আয়ুব আলীর জমি দখল করতে চারিদিক ঘিরে রেখেছে। এ ঘটনায় এলাকার সাধারন মানুষরে মাঝে ক্ষোভ তৈরি হচ্ছে।
আয়ুব আলীর স্ত্রী নাসিমা বেগম জানান, পৈত্রিক জমিতে ঘর নির্মাণ নিয়ে আপন ভাই নুরুজ্জামান ও মনিরুজ্জামানের সাথে বিরোধের জের ধরে প্রায় দেড়মাস আগে নুরুজ্জামান সরদার লোকজন এনে বাড়ির চারিপাশে বাবলা কাটা এবং বাঁশ দিয়ে ঘিরে দেয়। এসময় বাঁধা দিতে গেলে তারা ধারালো দা দিয়ে খুন করার হুমকি দেয়। এরপর থেকে ওই বাড়িতে ঢুকতে না পেরে ভ্যানচালক স্বামীকে নিয়ে পথে পথে ঘুরছি।
এই শীতে গরম কাপড় আনতে ওই বাড়িতে যেতে চাইলে ভাই এবং ভাবিরা আমাদের হাত, পা ভেঙ্গে দেবার হুমকি দেয়। যে কারনে সেখানে যেতে সাহস হয়নি বলে এই শীতে ব্যপক কষ্টে মানবেতর জীবন-যাপন করছি।
এ ব্যপারে মনিরুজ্জামান সরদার জানান, তার ভগ্নিপতি আয়ুব আলী ৩০/৩৫ বছর এখানে বসবাস করছে। কিন্তু বর্তমানে নিজের বসতবাড়ির জায়গা কমে যাওয়ায় তাদের পাশে একটি জায়গা দিয়ে সেখানে বাড়ি করার জন্য বলা হলে ভগ্নিপতি তাতে কর্নপাত না করে উল্টো আদালতে ১৪৫ ধারায় মামলা করে। এ কারনে সে যাতে এখানে আর ঢুকতে না পারে সেজন্য চারপাশে ঘিরে দেয়া হয়েছে।
ভুক্তভোগী আয়ুব আলী বলেন, আইনী সহায়তা পেতে আদালতে মামলার পর পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বললেও প্রতিপক্ষ তা মানেনি। এমনকি উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস বিষয়টি নিষ্পত্তি করতে ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।