নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ২২০তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, কবি অ্যাড. জিএম মুছা. কবি কাজী ওলিয়ার রহমান।
সহ-সভাপতি নূরজাহান আরা নীতির পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এডিএম রতন, আমির হোসেন মিলন, রাজপথিক, কাজী নূর, মনিরুজ্জামানসহ অনেকে।
সভায় বিশিষ্ট কবি মুহাম্মদ হাতেম আলী সরদারের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।