নিজস্ব প্রতিবেদক: ড. আনোয়ার হোসেন একজন অনুজীব বিজ্ঞানী। বিজ্ঞান ও প্রযুক্তিতে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে একুশে পদক-২০২২ দিয়েছে। তিনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ড. আনোয়ার হোসেন বাংলাদেশের অন্যতম সেরা গবেষক। উপাচার্য হিসেবে দাপ্তরিক কাজের চাপ থাকলেও তিনি তাঁর গবেষণাকর্ম অব্যাহত রেখেছেন। তিনি বাংলাদেশে জিনোম ও মাইক্রোবায়োম গবেষণা প্রতিষ্ঠায় অন্যতম পথপ্রদর্শক। করোনা অতিমারীর শুরুতে অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং তাঁর দল করোনা পরীক্ষা, গবেষণা ও করোনার বিভিন্ন ধরনের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা রাখছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত এবং জীবন রহস্য উন্মোচিত হয়। স্বল্প খরচে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তিনি ‘সাইবার গ্রিন’ পদ্ধতি ব্যবহার করে নতুন একটি প্রটোকল তৈরি করেছেন। তিনি গরুর ক্ষুরা রোগ (ফুট অ্যান্ড মাউথ ডিজিজ), ওলানপাকা রোগ (ম্যাসটাইটিস), আর্সেনিক বায়ো-রেমিডেশন এবং অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ও দূষণ, পোল্ট্রি ডিজিজ, আর্সেনিক মাইক্রোবায়োম এবং বায়ো-রেমিডেশনের ক্ষেত্রে তাঁর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত।
তাঁর গবেষণা ইতোমধ্যে দেশ-বিদেশে স্বীকৃতি মিলেছে এবং বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীরা তাঁর প্রকাশিত গবেষণাপত্র উদ্ধৃত করছেন। অধ্যাপক ড. আনোয়ার হোসেনের দেশি ও বিদেশি বিভিন্ন গবেষণা সাময়িকীতে এ পর্যন্ত ১৩০টিরও বেশি গবেষণাপত্র, আন্তর্জাতিক পরিসরে চারটি বুক চ্যাপ্টার, দেশ ও বিদেশে ১৫০টিরও অধিক সম্মেলনে সার-সংক্ষেপ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ একাডেমিক অব সায়েন্সেস এর সম্মানিত ফেলো এবং স্বর্ণপদকপ্রাপ্ত বিজ্ঞানী। ড. মো. আনোয়ার হোসেন ইউজিসি কর্তৃক ২০১১ সালে সেরা গবেষক এবং ২০১৮ সালের গবেষণার জন্য স্বর্ণপদকে ভূষিত হন। বিজ্ঞান ও প্রযুক্তিতে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে একুশে পদক-২০২২ প্রদান করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৮-০৯ শিক্ষাবর্ষ হতে। আয়তনে ছোট আর বয়সে নবীন হলেও বিভিন্ন বাধা-বিঘ্ন অতিক্রম করে সেশনজট মুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে বহুবিধ অসাধারণ অর্জনের কারণে যবিপ্রবি এখন বাংলাদেশের এক অনুকরণীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। যাঁর নেতৃত্বে রয়েছেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়টিকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে তাঁর নেতৃত্বের গুণাবলী উপলব্ধি করে সরকার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে দ্বিতীয় মেয়াদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের জন্ম ১৯৫৮ সালের ১ জানুয়ারি। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার সাতঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শেখ খোরশেদ আলম ও মাতা পিয়ারা বেগম। ড. আনোয়ার হোসেনের স্ত্রী বিলকিস ফেরদৌসী ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ড. আনোয়ার হোসেন ও বিলকিস ফেরদৌসি দম্পতি দুই সন্তানের জনক-জননী।