নিজস্ব প্রতিবেদক
পার্থেনিয়াম শুধু পরিবেশের ক্ষতি করে না। মানুষ ও পশুর মৃত্যুর কারণও। এর বিস্তারে ফসলের উৎপাদনও ৪০ শতাংশ কমে যায়। বিষাক্ত পার্থেনিয়াম নিধন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কনফারেন্স রুমে এ বৈঠকটির আয়োজন করে ইয়াহান সামাজিক সংঘ। বক্তারা বলেন, পার্থেনিয়ামের বীজ ১০ বছর পর্যন্ত মাটিতে জীবিত থাকতে পারে। এটি দ্রুত ও সহজে বিস্তার লাভ করায় এর ক্ষতির দিক তুলনামূলক বেশি।
বৈঠকে পার্থেনিয়ামের ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, এমএম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জিল্লুল বারী, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের জেষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান, যশোর আঞ্চলিক প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের জেষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হারিছ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াহান সামাজিক সংঘের সদস্য সচিব রায়হান সিদ্দিক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াহান রক্তদান সংস্থার আহ্বায়ক কাজী নূর, ইয়াহান কবর খনন, সংস্থার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা পল্লব, সদস্য সচিব আব্দুল আজিম, ইমরান হোসেন রাজ প্রমুখ।