কয়রা প্রতিনিধি: কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু কয়রা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। রোববার বিকেল ৪ টায় সুন্দবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের শারীরিক ও পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার এএসএম সামছুল আরেফিন, ঢাকার সাবেক সংসদ সদস্য হারুন অর রশীদ, রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আ. ওয়াদুদ দারা, রাজশাহীর তানোর উপজেলার সাবেক মেয়র গোলাম রব্বানী, বিশিষ্ট সাহিত্যিক নাজমা আরেফিন।
সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, সরদার মাহবুবুর রহমান, জিএম শাহাবুদ্দিন, বট কৃষ্ণ ঢালী, গোলাম মোস্তফা, আফছার গাজী, জায়েদ আলী সরদার, কওছার আলম গাজী, নুরুল হুদা, টিএম আফসার আলী প্রমুখ। এছাড়া কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলসহ একাধিক ইউপি সদস্যবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কয়রা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
এ সময় সংসদ সদস্য বলেন, বিপদে একজন মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়াতে পারলে আমি গর্বিত হব। এ সুযোগ আপনারা আমাকে দেবেন আমি আপনাদের পাশে আছি।
আরও পড়ুন: পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত