নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের যশোর জেলা প্রতিযোগিতার রোববারের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচটিতে মুখোমুখি হয় কালেক্টরেট স্কুল ও বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়। পরিত্যক্ত হওয়া দুই দলকে এক পয়েন্ট করে দেয়া হয়েছে। তাতে ৫ পয়েন্ট নিয়ে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কালেক্টরেট স্কুল। মঙ্গলবার ফাইনালে তাদের প্রতিপক্ষ যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোর কালেক্টরেট স্কুলের অধিনায়ক আদ্রিব জামান বর্ণ। ব্যাট করতে নেমে ৪৫ ওভারে তিন উইকেট হারিয়ে ২৯১ রান তোলে কালেক্টরেট। এরপরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শেষে মাঠ আর খেলার উপযোগী করা যায়নি। তবে বৃষ্টির আগে ব্যাটিং তান্ডব চালিয়েছে কালেক্টেরেটের তিন ব্যাটার। রাকিবুল হাসান রনি, আদ্রিব জামান বর্ণ ও সৈয়দ আনোয়ার রাহিব অর্ধশতক তুলে নেয়। তবে রনি ও রাহিব না পারলেও অর্ধশতককে শতকে রুপ দেয় বর্ণ। ৬৭ বলে প্রথম অর্ধশতক করা বর্ণ পরের অর্ধশতক করতে সময় নেয় ৪৯ বল। শেষ পর্যন্ত ১৩১ বলে ১৪টি চারে ১১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে। রনি ৮১ বলে ৫টি চারে ৬৩ ও রাহিব ৫৩ বলে ৭ চারে ৫১ রান করে।
বল হাতে বাহাদুরপুরের আতিক হাসান ৪৭ রানে ২টি ও সাব্বির আহমেদ ১টি উইকেট দখল করে।
