নিজস্ব প্রতিবেদক
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা সংকট বেশ আগে থেকেই। তাই হালকা বৃষ্টিতেই পানি জমে যায় মাঠে। শুক্রবার দুপুরের বৃষ্টিতে ওই দিন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবারের ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করতে করতে দুপুর ১২টা পার হয়ে যায়। ১২টা পনের মিনিটে টস করতে মাঠে নামে আম্পায়াররা। তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পর ম্যাচ শুরু হয় ২টা ৪৫ মিনিটে। প্রথম ইনিংস ভালভাবে সম্পন্ন হয়। তবে দ্বিতীয় ইনিংসের মাঝে আবার শুরু হয় বৃষ্টি। বৃষ্টি দেখে মাঠ কর্মীদের কাভার নিয়ে আসতে নির্দেশ দেন দুই আম্পায়ার জাকির আহমেদ ও ফারুক হোসেন লেন্টু। মাঠকর্মীরা কাভার নিয়ে চলে আসে। পিচ ঢাকতে ঢাকতে আবার থেমে যায় বৃষ্টি। খেলা শুরু হওয়ার পর আবার শুরু হয় বৃষ্টি। দিন ভরই বৃষ্টি এমন লুকোচুরি খেলেছে। বৃষ্টির এই লুকোচুরির মাঝে শেষ হয়েছে আরএন রোড বয়েজ ও সূর্য্য সংঘের মধ্যকার ম্যাচ। বৃষ্টিবিঘিœত ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে আরএন রোড বয়েজ। সূর্য সংঘের করা ১০৪ রান আরএন রোড বয়েজ টপকে যায় ৮ বল ও পাঁচ উইকেট হাতে রেখে।
এটি ছিল উভয় দলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আরএন রোড বয়েজ দুটি জয় পেলেও এক জয়ে এবারের মিশন শেষ করলো সূর্য্য সংঘ।
১৫ ওভারে নেমে আসা ম্যাচে সূর্য্য সংঘের অধিনায়ক সোহেল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে আসিফের অপরাজিত অর্ধশতকে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করে। আসিফ ৪টি চার ও ২টি ছয়ে ৫০ রান করেন। এরপাশে আয়াজ ৫ ও শরিফুল ২০ বলে ১৬ রান করেন।
বল হাতে আরএন রোড বয়েজের বিল্লাল, আলিমুল ও আলাল খান একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে ১৪ রানে দুই উইকেট হারিয়ে বসে আরএন রোড বয়েজ। তবে নামিন সিদ্দিকী ও সপ্তক শাহারিয়ারের ৪০ রানের জুটি আরএন রোড বয়েজকে সঠিক পথে রাখে। নামিন সিদ্দিকী ২১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৩৪ রান করে সাজঘরে ফিরে যায়। তবে একপ্রান্তে আগলে রাখেন সপ্তক। সপ্তক সঙ্গ দেন মুক্তাদিও (৮), মাসুম বিল্লাহ (৫) ও আলাল (৫*)। সপ্তক দলকে জিতিয়ে ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩৮ বলের ইনিংসে ছিল ২টি চার ও একটি ছয়ের মার। সূর্য্য সংঘের আয়াজ, লোটাস, শরিফুল ও পার্থ একটি করে উইকেট দখল করেন।
