বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
বুধবার ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের বাড়ি থেকে মাদকের চালানটি আটক করা হয় বলে যশোর র্যাব-৬ কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহম্মদ রাসেল জানান।
গ্রেপ্তার মো. সবুজ হোসেন মুন্না (২৯) বেনাপোলের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের ছেলে।
র্যাব বলছে, মুন্না সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
রাসেল বলেন, “কতিপয় মাদক ব্যবসায়ী মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মিনাজুলের বাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে বলে গোপনে খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সবুজ হোসেন মুন্নাকে গ্রেপ্তার করে।
“পরে তার দেওয়া তথ্যে পাকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়।”
উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
মুন্নার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
সর্বশেষ
- ছয় পা নিয়ে জন্ম নিল বাছুর, লাখ টাকাতেও বিক্রি না করার ঘোষণা
- যশোরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুবদলের মিছিল
- অভয়নগরের আলোচিত জনিসহ ১০ জনের নামে চার্জশিট
- তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- লালমনিরহাটে শূন্য লাইন অতিক্রম, বিএসএফ সদস্য আটক !
- তারেক রহমানের ফেরা ঘিরে হাই অ্যালার্ট, সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত
- দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
- আজই বছরের সবচেয়ে দীর্ঘ রাত
