নিজস্ব প্রতিবেদক
বোনের বাড়ি দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে কাভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়েছে সাহাবী হোসেন (৬) নামে এক শিশু। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার পিতা বিল্লাল হোসেন। শুক্রবার বিকালে বাস টার্মিনাল এলাকার সন্যাসী দিঘীরপাড়ে এ ঘটনা ঘটে। তারা সদরের রামনগর সিরাজসিংহা বাদুরতলার বাসিন্দা।
মৃতের স্বজন সুমন হোনেন জানান, বিল্লাল হোসেন ও তার ছেলে সকালে নরেন্দ্রপুর মেয়ে জামায় বাড়ি দাওয়াত খেতে যায়। ফেরার পথে টার্মিনাল সংলগ্ন সন্যাসী দিঘীরপাড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো ঠ-১৪-১৫৬৯) কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় সাহাবী ও গুরুতর আহত হন পিতা বিল্লাল হোসেন। পরে স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, বিল্লালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুন্সি পারভেজ জানান, একটি কাভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশু ঘটনাস্থলে মারা গেছেন। এঘটনায় তার পিতা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।